৩০১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ফের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর শাহপরান থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে অভিযান চালিয়ে বালুর নিচে ট্রাক ভর্তি ৩০১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসএমপি সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় শাহপরান থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাকে অভিযান চালিয়ে বালুর নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত সর্বমোট ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. শিপন গাজী (১৯)। সে ঢাকার আশুলিয়া গাজীরচর মধ্যপাড়া এলাকার মো: গুলজার হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক ব্যক্তির নাম মো: রিয়াজ (২৮) বলে পুলিশকে জানায় সে। আটক ট্রাকের বাজারমূল্য ৩০ লাখ টাকা এবং জব্দ চিনির বাজারমূল্য ১৭ লক্ষ ৬৯ হাজার ৮৮০ টাকা বলে জানায় পুলিশ।