ওসমানী এয়ারপোর্ট সংলগ্ন টিলায় আগুন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
রোববার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের প্রবেশ পথের পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী টিলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী বামদিকের টিলায় রোববার বেলা দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিলায় অগ্নিকা-ের ঘটনা কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ জানান, আগুন নিয়ন্ত্রণে তালতলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও বিমানবন্দর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘন্টাখানেক কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।