সিলেটে ‘অদম্য নারী পুরস্কার ২৪’ ২০ ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর তৃণমুলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিবছর জীবনযুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য সারাদেশের ন্যায় সিলেটেও ‘অদম্য নারী পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সিলেট বিভাগীয় পর্যায়ে এই পুরস্কার প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী।