নিলাম হচ্ছে সুনামগঞ্জের সাবেক এমপির সাদিকের বিলাসবহুল গাড়ি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫১:০০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের ২৪টি গাড়িসহ মোট ৪৪টি বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে। এসবের মধ্যে রয়েছে সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিকের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাড়িগুলো নিলামে কিনতে আগ্রহীরা চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রোববার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দরপত্র দাখিল করতে পারবেন। সোমবার দুপুর ২টায় দরপত্র উন্মুক্ত করা হবে।
এর আগে, গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। মাঝে গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন আগ্রহীরা। ইতোমধ্যে নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে।
কাস্টমস সূত্র জানিয়েছে, নিলামযোগ্য ৪৪টি গাড়ির মধ্যে আছে জাপানের তৈরি ২৬টি ল্যান্ড ক্রুজার, পাঁচটি টয়োটা হ্যারিয়ার, দুটি টয়োটা র্যাভ ফোর, একটি টয়োটা এস্কোয়ার এবং চীনের তৈরি হেভি ডিউটি সিনো ১০টি ডাম্পট্রাক। গাড়িগুলোর মধ্যে ২৪টি নতুন ল্যান্ড ক্রুজার, যা শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা এনেছিলেন।
ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা দুটি ল্যান্ড ক্রুজারের মধ্যে একটির মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা ধরা হয়েছে।