জগন্নাথপুরে ২ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৬:৫৪ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর (রানীনগর) গ্রামের মৃত ছানু মিয়ার ছেলে সুহেল মিয়া (৪৪) ও পৌরসভার ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আবু সুফিয়ান জুনু মিয়া (৬০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।