পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৯:৫০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়িতে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ, মরহুমের কবর জিয়ারতসহ নানান কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পীর হবিবুর রহমান জামাতা মনির উদ্দিন চৌধুরী, সৈয়দ মুক্তার আহমদ, সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ এমরান হোসেন, সৈয়দ হামিদুর রহমান, শাওন আহমদ, জুবের আহমদ চৌধুরী ও সৈয়দ বেলায়েত লিমন, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ, সদস্য অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ কান্ত দাস ও সদস্য শংকর দাস প্রমুখ। বিজ্ঞপ্তি