মৌলভীবাজারের চার সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী যারা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৫:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আলোচনা সমালোচনার শেষ নেই। এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন গৃহযুদ্ধ নিয়ে তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ৩শ আসনের মধ্যে ১শ টির প্রার্থীর তালিকা চূড়ান্ত করে প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে জামায়াতের কেন্দ্রীয় কামটি। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার চারটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ আসন (জুড়ী-বড়লেখা) থেকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। এই আসনের মাওলানা আমিনুল ঢাকা মহানগরী উত্তরের সাবেক মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা থানা আমীরের দায়িত্বে ছিলেন এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। তার পিতা মোঃ আব্দুল হাকিম ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান। এই আসনটিতে আগে সংসদ সদস্য ছিলেন সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আ’লীগ নেতা মোঃ শাহাব উদ্দিন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রকৌশলী মোঃ শাহেদ আলী। তিনি সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ও সিলেট পলিটেকনিকের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ আব্দুল মান্নান। ইসলামী ছাত্র শিবিরের সাবেক ওই নেতা জেলা শহরসহ রাজনগর উপজেলায় ‘ক্লিন ইমেজ’র’ অধিকারী বলে এলাকাবাসী জানান। তিনি রাজনগর ইসলামিক সোসাইটির সভাপতি ও রাজনগর আইডিয়েল হাইস্কুলের স্বপ্নদ্রষ্ট্রা। আব্দুল মান্নান জামায়াতের ক্রান্তিলগ্নে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তৎকালীন আ’লীগ প্রার্থী মিছবাহুদ্দোজা ভেলাই’র সাথে প্রতিদ্ব›িদ্ধতা করেন। এদিকে এই আসনে তার প্রতিদ্বন্দ্বি হবেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান পুত্র এম নাসের রহমান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে সিলেট মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট জেলার সেক্রেটারী আব্দুর রবের আসনে জামায়াতের সাথে মোকাবেলা করতে পারেন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব।
এদিকে, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী জানান, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা অন্যান্য দলের মতো প্রার্থী দেই না। মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে গ্রুপিং হয় না। নির্বাচন কোন সময় হবে, সেটা নিয়ে জামায়াতে ইসলামী বসে থাকে না। নির্বাচনী প্রচারণা ও তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাঁদের দুঃখদুর্দশা ভাগাভাগি করে নেওয়াটা আমাদের দলের নেতাদের নিয়মিত কাজ।