পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৮:১৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমানকে তার স্বজনরা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামে সাজ্জাদুর রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রাতে ওসমানীনগর থানার এসআই বিষ্ণু পদ রায় এর নেতৃত্বে একটি দল এজাহারনামিয় আসামি ধরতে সাজ্জাদুর রহমানের বাড়িতে তল্লাশি করে তাকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাড়ির মহিলাসহ আশপাশের লোকজন জড়ো হয়ে বাধা প্রদান করেন। একপর্যায়ে সাজ্জাদুর রহমানের লোকজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেন।মামলার বাদী মাওলানা দিলাল আহমদ বলেন, আমার উপর হামলার মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশ সাজ্জাদুর রহমানকে বাড়ির উঠান থেকে আটক করে। এসময় বাড়ির মহিলারা ধাওয়া করে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান বলেন, আমি সিলেটে থাকি। শুনেছি ২জন পুলিশসহ সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে গিয়ে আমার ভাইকে আমি মনে করে আটক করে। এসময় তিনি সাজ্জাদ নয় বললে, পুলিশ তাকে ছেড়ে দেয়।
ওসমানীনগর থানার এসআই বিষ্ণু পদ রায় বলেন, আমরা ফৌজদারী মামলার আসামি ধরতে রাউৎখাই গ্রামে গিয়ে সাজ্জাদুর রহমান নামের একজনকে আটক করলে তার বাড়ির মহিলাসহ লোকজন আমাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।