এমআইবি সিলেট বিভাগীয় লিড টিমের মিটিং
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৯:৫৫ অপরাহ্ন
মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)-এর সিলেট বিভাগীয় লিড টিমের মিটিং সোমবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। পেশাগত দক্ষতা, উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ বিষয়ে আয়োজিত এ সভায় সিলেটে কর্মরত ৩৬টি প্রতিষ্ঠানের ৭৬ জন সেলস ও মার্কেটিং পেশাজীবী অংশ নেন।
২০১৮ সাল থেকে এমআইবি দেশের প্রায় ৫০ লাখ সেলস ও মার্কেটিং পেশাজীবীর পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিটি বিভাগে এক্সিকিউটিভ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং ১২টি সাংগঠনিক বিভাগের আওতায় ৬৪টি জেলায় ডিস্ট্রিক্ট লিড কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এমআইবি প্রতি মাসে চারটি পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের লিড টিম গঠনের কাজ সম্পন্ন হয়েছে। এ মিটিংয়ে উপস্থিত ছিলেন এমআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শরীফুল ইসলাম দুলু, মো. মোফাচ্ছেল হক, প্রফেসর মিজানুর রহমান শেলী, আলম চৌধুরী, বসু রায় এবং এম. এ. হানিফ। বিজ্ঞপ্তি