কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১১:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহরুল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আব্দুস সালাম, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মো. মশিউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান চৌধুরী, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা শরদিন্দু রায়, সাংবাদিক মইনুল হক পবন ও হাবিবুর রহমান হোসাইন প্রমুখ।
সভায় ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনেটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে অর্ধনির্মিত করে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় প্রভাতফেরি, ১০টায় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।