প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১০:০৫ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ (সিলেট জেলা) এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সিলেটের মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ৬ উইকেটে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি হেড অব সিলেট ব্রাঞ্চ এবং এসএভিপি মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, হাবিবুর রহমান চৌধুরী ও আনোয়ার আজাদ, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, সাবেক ক্রিকেটার ইমতিয়াজ আহমদ জগলু, কাইয়ুম আল রনি, নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি