দ্বারকানাথ উচ্চবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৩:৩২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের।
সোমবার সকালে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা. মুহাম্মদ আব্দুল জলিল, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী, সোনালী ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক আজিজুল হক রাসেল, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিখিল, শিক্ষানুরাগী একে পনির আজাদ, শিক্ষানুরাগী মাসুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো. আমীর আলী, শিক্ষানুরাগী আজমল আলী, শিক্ষানুরাগী সুহেল তালুকদার ও প্রাক্তণ ছাত্র রেজওয়ান রপি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিহাব আহমদ, গীতা পাঠ করে দশম শ্রেণির ছাত্র অর্পা দাস পূজা। নবাগতদের উদ্দেশ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন শিক্ষক গোবিন্দ চক্রবর্তী এবং শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী দেবজানি দাস শ্রেষ্টা।