রবিরবাজারে পূবালী ব্যাংকে ইসলামিক কর্ণার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩২:২০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ফিতা কেটে এ কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. মুসফিকুর রহমান। তিনি বলেন, পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।
সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পূবালী ব্যাংক রবিরবাজার শাখার ব্যবস্থাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. সারওয়ার আলম, সমাজসেবক নবাব আলী ওয়াজেদ খান বাবু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল আজিজ প্রমুখ।