শিক্ষার্থীদের স্বপ্ন থাকতে হবে বড় হওয়ার: শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৯:৩১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: ‘রুবি জয়ন্তীতে চলো যাই, শৈশবে স্মৃতির টানে’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের লজ্জতুন নেছা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে দু’দিনব্যাপী রুবি জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন ও পরে বেলুন ও শান্তির প্রতিক পায়রা মুক্ত আকাশে উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের উচ্চবিলাসী হতে হবে। স্বপ্ন থাকতে হবে বড় হওয়ার। তবেই সাফল্য তোমাদের সামনে। শিক্ষক, জ্ঞানী ও বড়দের শ্রদ্ধা সম্মান করতে হবে। আমাদের জীবনটা খুব ছোট। এই সংক্ষিপ্ত সময়ে ভালো ব্যবহার দিয়ে ভালো একটি শিক্ষা অর্জন করে ভালো একটি জায়গায় যেতে হবে। তিনি বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ৪০ বছর আগে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা সহজ বিষয় ছিল না। নিশ্চয়ই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আজ একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এলাকায় এ প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি নারী শিক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, একাউন্টেট এন্ড ট্যাক্স কনসালটেন্ট’র সিইও ও আমানি ম্যাস্টন এন্ড কোং ইউকে এবং প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমদ সুহেল। বক্তব্যে তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান প্রয়াত পীর লিয়াকত হোসেনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও প্রাক্তণ ছাত্র মকব্বির আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী জান্নাতুল সিদ্দিক মাইশা ও প্রাক্তণ ছাত্র নুরুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। শাবি’র নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর প্রফেসর মো. মোখলেছুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক মাহমুদুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, প্রাক্তণ ছাত্র ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন শফি। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তাক আহমদ রুহেল। দু’দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ রুবি জয়ন্তী অনুষ্ঠান মঙ্গলবার পর্যন্ত চলবে।