চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমেছে: সেনা সদর
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৬:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সেনাবহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি। কর্নেল শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজর রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য নেই।
সেনা সদস্যের বিরুদ্ধে মোহাম্মদপুর-বনানীতে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে জানিয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘কোনো অন্যায়ই সেনাবাহিনী প্রশ্রয় দেয় না। সেনা আইন অনুযায়ী বিচার হবে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।’ বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি। বান্দরবানে শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, বান্দরবানে ২০ জনের মতো শ্রমিককে কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে।
কর্নেল শফিকুল বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি। আমাদের আভিযানিক কার্যক্রম অনেক ভালো। অনেক বম পরিবার তাদের জায়গায় চলে আসছে।