৫৮ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪:০৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের কাজের অগ্রগতিও তুলে ধরেন উপদেষ্টা। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারতের সাথে সমন্বয় রেখেই সময় নির্ধারণ করা হয়েছে। একইসাথে ৬৫ দিনের পরিবর্তে এবার ৫৮ দিন ব্যান পিরিয়ড করা হয়েছে।
তিনি বলেন, মা মাছকে রক্ষা করার জন্যই এই ব্যান পিরিয়ড দেওয়া হয়। হাওরের মাছেও এমন নির্দেশনা দেওয়া হবে। এটা সব মাছের ক্ষেত্রেই হবে, দেশীয় ও ইলিশ মাছ রক্ষা করতে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন পর্যন্ত বাংলাদেশের নদী ও সাগরের সব জায়গায় ইলিশ ধরা বন্ধ থাকবে। এসময় ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় কার্যক্রমও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।