‘অপারেশন ডেভিল হান্ট’ : সিলেটে সাবেক কাউন্সিলারসহ আটক আরো ২৫
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ সিলেটে বিভাগের আরো ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় রোববার বিভাগে গ্রেফতার হয়েছিলেন আরো ২২ জন। তবে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের এখন পর্যন্ত সিলেটে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং অস্ত্রধারীও গ্রেফতার হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া এই সময়ে সিলেট জেলায় ৫ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ১ জনকে আটক করা হয়েছে। মহানগর এলাকা থেকে এক যুবলীগ নেতাকে আটক করে র্যাব। তবে এই সময়ে সুনামগঞ্জ জেলায় কাউকে আটক করা হয়নি। এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া র্যাব গ্রেফতার করেছে আরো ১ জনকে।
আজম খান ছাড়া মহানগর পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম। এদিকে রোববার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করে র্যাব।
জানা গেছে, আগের দিন রোববার সিলেট মহানগর এলাকায় ৩ জনকে আটক করা হয়। এছাড়া এই সময়ে সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ৭ জনকে আটক করা হয়েছে। তবে আগের দিন সিলেট জেলায় কাউকে আটক করা হয়নি।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জালালাবাদকে বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ৫৫ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো ৫ জন। ডেভিলদের গ্রেফতারে এসএমপি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।