মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে জেলার ৭টি উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাসযোগে মিছিল সহকারে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে সমবেত হন।
পরে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা আমীর ও মৌলভীবাজার-২ আসনের জামায়াত মনোনিত প্রার্থী প্রকৌশলী মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনিত প্রার্থী মোঃ আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাাজর-৪ আসনে জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, বড়লেখা আমীর এমাদুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে উদ্ধার পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। শেখ হাসিনার পতনের পর অনেকে মুক্তি পেলেও মুক্তি পাননি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দেশের মানুষ আশা করেছিলেন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন কিন্তু তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক।
বক্তারা বলেন, স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পরে কয়েক হাজার নেতা-কর্মীও অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।