সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সংগঠনের নিবন্ধন ফিরে পেতে সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সুনামগঞ্জ জেলা জামায়াত।
মঙ্গলবার বিকালে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ খান বলেন, এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে ফ্যাসিস্ট সরকার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেয়া হয়নি। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদ-ে দ-িত করা হয়। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও তাকে মুক্তি দেয়া হয়নি। ফ্যাসিস্ট সরকারের দেয়া রায় অবৈধ। ট্রাইব্যুনাল অবৈধ। অবিলম্বে এ রায় বাতিল করে তাকে মুক্তির দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ শামস উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু মামুন ও ছাত্রশিবির জেলা সভাপতি মেহেদি হাসান তুহিন।