‘এক জীবনের কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩২:২৯ অপরাহ্ন
এক জীবনের গান বইয়ের লেখকের শৈশব থেকে শুরু করে বিদেশের উন্নত জীবন, গ্রামীণ জীবন, আবেগ-অনুভূতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি সবকিছু ফুটে ওঠেছে। বইটির নাম একজীবনের গান হলেও তিনি তার প্রাঞ্জল বর্ণনায় লক্ষ জীবনের কথা বলেছেন। তরুণরা বইটি পড়লে উপকৃত হবে এবং এটি হবে ইতিহাসের এক মাইলফলক। ফার্মাকোলজি বিজ্ঞানী ড. সালেহ হোসেন-এর এক জীবনের গান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোমবার রাতে সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আতীউল্লাহ।
সত্তর দশকের অন্যতম কবি ও কথাসাহিত্যিক সালেহ আহমদের সভাপতিত্বে ও সংযোগ প্রকাশ, ঢাকার প্রধান নির্বাহী কাদের বাবুর সঞ্চালনায় বই প্রকাশ অনুষ্ঠানে আলোচক ছিলেন শাবিপ্রবির ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কর্নেল সৈয়দ আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, বাসস সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল ও সাংবাদিক সুমন কুমার দাশ। লেখককে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী শামসুজ্জামান পাভেল।
প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির প্রোভিসি ড. সাজেদুল করিম বলেন, আত্মজীবনী কেউ সততার সঙ্গে লিখলে তিনি হয়ে ওঠেন ইতিহাসের মহানায়ক। ড. সালেহ হোসেন তাদের মধ্যে একজন। তিনি মনে করেন তার বই পড়ে একজন তরুণ-কিশোরও যদি উপকৃত হয় তবে তিনি সফল। আমি মনে করি এক জীবনের গান সমাজের শত শত তরুণ পড়বে এবং তারা উপকৃত হবে। বিজ্ঞপ্তি