বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৫:০১ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল ১৬ ফেব্রুয়ারী ওসমানী জাদুঘরে অনুষ্ঠিত হয়
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর মোস্তফা আহমেদ মোস্তাক। সভা পরিচালনা করেন তারেক আল মইন। মাওলানা সালমান আহমেদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিনিয়র সাংবাদিক ফয়জুর রহমান, সাবেক পুলিশ সুপার কাউসার আহমেদ হায়দারী, সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম আজাদ, ওসমানী ফাউন্ডেশন যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল মুকিত শাহীন, আজিজুর রহমান, মোঃ শাহজাহান ও সোয়ের লস্কর প্রমুখ।
বক্তারা বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন।
অনুষ্ঠানের শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালমান আহমেদ। বিজ্ঞপ্তি