মহাসড়কে দীর্ঘ যানজট : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেটগামী যাত্রীদের ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৩:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লেগেছে। সোমবার রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে যানজট শুরু হয়ে ধীরে ধীরে তিন দিকে যানজট বাড়তে থাকে। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে যানজট তুলনামূলকভাবে কমলেও ধীরগতিতে চলছে যানবাহন। বেলা ১০টার পর যানজট সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে ছড়িয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত এ জট ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের কয়েক হাজার যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ইসলামাবাদ এলাকায় কাত হয়ে মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এরপর ওই এলাকা থেকে যানজট শুরু হয়। ধীরে ধীরে যানজট ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট মহাসড়কে ছড়িয়ে পড়ে।
সড়ক ও জনপথ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ পাঁচ বছর ধরে চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে ধীরগতিতে কাজ চলছে। এটিকেও যানজটের অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে।
এর মধ্যে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের চারদিকে আছে ছোট বড় অসংখ্য গর্ত। এ গর্তের ওপর দিয়ে যানবাহন চলে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে। এতে একদিকে ঢাকা-সিলেট ও অন্যদিকে চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশ্বরোড মোড় গোলচত্বরে এসে যানবাহনের গতি কমে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকার ছোট-বড় গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে ১০ থেকে ১৫ কিলোমিটার এবং চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট মহাসড়কে ৮ থেকে ১০ দীর্ঘ যানজট লেগে আছে। হাইওয়ে পুলিশ ও সরাইল থানার পুলিশ যানজট নিরসনে তৎপরতা চালাচ্ছে। এতে কিছুটা থেমে থেমে চলছে যানবাহন।