গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২২:১৬ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলা ৬নং ফতেহপুর ইউনিয়নে ইলেভেন টাইগার স্পোটিং ক্লাব আয়োজিত ফতেহপুর মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক আব্দুল হাকিম চৌধুরী।
স্পোটিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিলাল আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনের যৌথ পরিচালনায় মদরিস আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাদ উদ্দিন সাদ্দাম, ব্যবসায়ী আব্দুল মছব্বির, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ইউনিয়ন পরিষদের মেম্বার মুজাহিদুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেন মেম্বার, সাংবাদিক ইসলাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি