স্কুল নিরাপত্তা পরিকল্পনা শেয়ারিং বিষয়ক অ্যাডভোকেসি সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৩:২১ অপরাহ্ন
সিলেটে স্কুল নিরাপত্তা পরিকল্পনা শেয়ারিং বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট জেলার মাধ্যমিক শিক্ষা অফিস সেমিনার কক্ষে লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি এর উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প আয়োজিত কর্মশালায় সিলেট সদর, কোম্পানিগঞ্জ, বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলার ৮টি স্কুলের স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. বেলাল হোসেন। এছাড়াও এফআইভিডিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম, মনিটরিং ও ইবালুয়েশন অফিসার মুজিবুর রহমান এবং ইউনিয়ন মোবিলাইজার শাহিদা আক্তার। পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রেজিলিয়েন্স অফিসার সুহেল রানা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্কুল নিরাপত্তা পরিকল্পনার গুরুত্ব, দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থিতিস্থাপকতা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করা হয়। এফআইভিডিবির জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের স্কুল পর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি