শিক্ষার্থীর জীবনে উচ্চাকাঙ্খা থাকতে হবে : সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪০:১২ অপরাহ্ন
সংবাদদাতা : গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর জীবনে স্বপ্ন ও উচ্চাকাঙ্খা থাকতে হবে, তাহলেই তারা বাস্তব জীবনের সফল হতে পারবে। তিনি গত সোমবার বিয়ানীবাজারের আলীনগরে আহমদুর রহমান খান ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন, সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মহীউদ্দীন জাকারিয়া চৌধুরী, জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, সমাজসেবী আমির হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আল মামুন কয়ছর, ছাদিউল করিম চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মাওলানা ফয়জুল ইসলাম, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সহকারী অধ্যাপক কুহেলি পাল চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল মোঃ জামিল আহমদ, মানব কল্যাণ সংস্থার সহসভাপতি শফিকুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট এবং সম্প্রতি অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান ও স্কাউট ব্যক্তিত্ব মাহফুজ আহমদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বৃত্তি প্রদান উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।