সিক্সার্স ও টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪২:৩১ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে সিক্সার্স ও টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিলেট এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেটের ক্রিকেট একাডেমিসমূহের বয়সভিত্তিক খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টে সিলেট ব্লু ক্রিকেট দল চ্যাম্পিয়ন ও সিলেট হোয়াইট ক্রিকেট দল রানার্স-আপ হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ.ইউ.দীপু, সিলেট জেলা ক্রিকেট কোচ পলাশ কর, ক্রিকেট আম্পায়ার শহিদুল ইসলাম খান জুবেদ ও শাহীন আহমদ, শিপন আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি