হবিগঞ্জে মহাসড়কে কারে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২১:৪২ অপরাহ্ন
সংবাদদাতা: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ নতুন বাজারে একটি প্রাইভেট কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হতে পারে। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান সময়ের আলোকে জানান- খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ীতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ওসি আরও জানান, আগুনের কারণ সম্পর্কে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।