মৌলভীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৯:৩২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিনের পরিচালনায় এবং জেলা চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে জেলার কুলাউড়াস্থ একটি পার্টি সেন্টারে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার জেলা উপদেষ্টা প্রকৌশলী মোঃ সায়েদ আলী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাঈদ এনাম, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সিলেট মহানগরীর চেয়ারম্যান শাহীন আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফ পিও ডাঃ জাকির হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা অফিস সম্পাদক, জেলা অর্থ সম্পাদক, জেলা প্রচার সম্পাদক, জেলা কলেজ সম্পাদক, জেলা স্কুল সম্পাদকসহ ফাউন্ডেশনের বিভিন্ন থানা ও স্কুল প্রতিনিধি।