সমন্বয়ক গালিবকে অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৫:৩৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং সিলেট মহানগরের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদ হাসান লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন। এতে লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আসাদুল্লাহ আল গালিব ক্ষমতার অপব্যবহার করে নিজের ইচ্ছেমতো কমিটি গঠন করছেন এবং সিলেটের বিভাগীয় সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, যদিও সংগঠনে এ ধরনের কোনও পদ নেই। এছাড়া, সিলেট মহানগরের কমিটিতে ছাত্রলীগের নেতাকে আহ্বায়ক করা হয়েছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, গালিবের নেতৃত্বে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি, বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে সঠিকভাবে প্রতিনিধিত্ব দেওয়া হয়নি।
মাহিদ হাসান বলেন, আসাদুল্লাহ গালিব ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সিলেট মহানগরের কমিটির আহ্বায়ক পদ একজন ছাত্রলীগ নেতাকে দেওয়া হয়েছে। এর আগেও জেলা কমিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। গালিবের লক্ষ্য নিজের প্রভাব বিস্তার করা। তিনি আরও বলেন, বিগত আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদেরকে নতুন কমিটিতে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি।
সংবাদ সম্মেলনের শুরুতে শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে আসাদুল্লাহ আল গালিব সন্ধ্যায় তাঁর ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরের কমিটি নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘কমিটিতে অনাকাঙ্খিতভাবে অনেক ভুল আসায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। কমিটি প্রকাশের পরে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বিভাগীয় সফরে যারা কমিটি গঠনের দায়িত্বে ছিল তাদের দিতে বলা হচ্ছে। কমিটি স্থগিত থাকবে। সবকিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে। এ ছাড়া সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সম্মিলিত মেডিকেল কলেজ, সিলেটের কমিটি গঠনের কাজ চলমান আছে। যারা এই দুইটা ইউনিটে কাজ করতে আগ্রহী তাদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।’