মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী ২০২৪ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হিন্দু কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক রবীন আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অশোক তালুকদার, সুনামগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী ও সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সাংবাদিক দিপংঙ্কর বণিক ও রাসেল আহমেদ প্রমুখ।