কুয়েটে হামলার ঘটনায় শাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২২:৪৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার রাত ১০টায় সমাবেশের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর বিজয়-২৪ হল হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবরার বিন সেলিম বলেন, সর্বশেষ ৫ আগস্টের পর কোন ক্যাম্পাসে এমন রক্তাক্ত ঘটনা ঘটেছে, যা সর্বশেষ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যামানায় দেখেছি। ১৫ জুলাই যেভাবে আন্দোলনকারীদের আহত করা হয়েছিল, ঠিক একইভাবে কুয়েটের শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে একদল সন্ত্রাসী। আবরার ফাহাদকে ট্যাগ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম বৈধতা দেওয়া হয়েছিল, আজও কিছু সুশীল সেই একই কায়দা অনুসরণ করছে। আবার যদি কেউ ট্যাগের রাজনীতি করতে আসে, তাদেরও ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম।