বালাগঞ্জে বিএনপি নেতা রশিদের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৫:০০ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ বুধবার দুপুর ১ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে, বিএনপি নেতা আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। এক শোকবার্তায় তিনি বলেন, বিএনপির দুঃসময়ে আব্দুর রশীদের অবদান ছিল অনস্বীকার্য। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন প্রকৃত সৈনিক ছিলেন। অনেক জুলুম নির্যাতন সহ্য করে তিনি বিএনপিকে বালাগঞ্জে সক্রিয় করে রেখেছিলেন। তিনি শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি