বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল ফাউন্ডেশন-এর বর্ষপূর্তী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৩:১১ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন (বিবিসিজিএইচএফ)-এর ১০ম বর্ষপূর্তী বুধবার উদযাপিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘বীর মুক্তিযোদ্ধা, ইমাম-খতিব, অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরিদ্র বিধবা রোগীগণের জন্য বিনামূল্যে ফুল বডি চেক-আপসহ চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
এই উপলক্ষে বেলা ১১ টায় হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের অন্যতম ট্রাস্টি প্রবাসী মোঃ বদরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মনিরুল হক খান, থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমেদ শিহাব, বিয়ানীবাজার উপজেলা সমাজ সেবা অফিসার অনুজ চক্রবর্তী।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সার্বিক সেবা কার্যক্রম ও প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের সকলের। আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দ্রুতই তাঁর কাংক্ষিত লক্ষ্যে পৌছাবে, ইনশাল্লাহ।
আলোচনা সভায় হাসপাতালের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিন হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্ম-পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় এই হাসপাতাল নির্দিষ্ট লক্ষ্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি এই হাসপাতালের ক্রমবর্ধমান যাত্রায় সংশ্লিষ্ট সকল সহযোগী ও শুভাকাঙ্খীদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন ক্যান্সারসহ জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে এবং সর্বস্তরের রোগীগণের সুচিকিৎসা নিশ্চিতে শীগ্রই সিলেট শহরে অত্র হাসপাতালের একটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, হাসপাতালের অন্যতম ট্রাস্টি বাজিদুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ইসলামী আলোচক মাওলানা মাসুম আহমেদ, হাসপাতালের কোর্ডিনেটর মোঃ জাকির হোসাইন খান, শিক্ষানুরাগী আব্দুল বাসিত টিপু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা লুৎফুর রহমান, সদস্য সচিব সাহেদ আহমদ, সমাজসেবক নাজিম উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, ব্যাংক কর্মকর্তা রইস উদ্দিন, হাসপাতালের ইনচার্জ ও আরএমও ডাঃ কাওসার রহমানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি