সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের জরুরী সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৩:৫১ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের এক জরুরী সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে আগামী সপ্তাহে সিলেটের সাংবাদিকদের নিয়ে পিআইবির সহযোগিতায় তিন দিনের কর্মশালা ও ২৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় সিলেটে এক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের, সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, এম এ মতিন, কবির আহমদ, ফয়সাল আমিন, শফিক আহমদ শফি, খালেদ মেহেদী, শেখ আব্দুল মজিদ, মুহিব হাসান, নুরুল ইসলাম, আবুল কালাম কাওসার, এম রহমান ফারুক, জুলফিকার তাজুল, ঈশা তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি