ওমর (রাঃ) দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৮:৫৪ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ওমর (রাঃ) দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় মাদ্রাসার হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল আমির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যাপক আব্দুল হান্নান, বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা: মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সেক্রেটারী, সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া, সাবেক পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুলেখ মিয়া, কমিউনিটি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াত নেতা মো. নুর মিয়া, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী দেলওয়ার আল হোসাইন, ব্যবসায়ী সুমেল আহমদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি ও ইউনিয়ন যুব বিভাগ সভাপতি সাংবাদিক হোসাইন আহমেদ জাহিদ, উপজেলা যুব বিভাগ এর সহ প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমদ বাপ্পি, ইউনিয়ন যুব বিভাগ এর এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইদুর রহমান সাইদসহ শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।