কুয়েটে রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৭:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার আগের সিদ্ধান্ত বহাল এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সিন্ডিকেটের এ বৈঠকে সভাপতিত্ব করেছেন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এছাড়া রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হোক।’
এছাড়া সভায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং একই সাথে প্রকৃত দোষী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের নিম্নলিখিত কমিটি গঠন করা হলো। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব ভবনে দুপুরে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ভিসির পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বুধবার দুপুর একটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন তারা। ওই সময় পার হওয়ার পর তারা ভবনগুলোতে তালা দিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে তার কক্ষেও তালা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং ভিসি, প্রো-ভিসি ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে অবরুদ্ধ করে রাখার পর অসুস্থ হয়ে ভিসি অধ্যাপক মোহাম্মদ মাছুদ কুয়েট মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীরা সেখানেও তাকে অবরুদ্ধ করে রেখেছে। মঙ্গলবার রাতেই ভিসি এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।