সিলেটে ডেভিল হান্টে গ্রেফতার আরো ১৭
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চলমান অপারেশন ডেবিল হান্টে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আরও ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ডিআইজি সিলেট রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় ৩, মৌলভীবাজারে ৬, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া সিলেট মহানগর এলাকায় আরো ৬ জনকে গ্রেফতার করেছে এসএমপি পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় মহানগর এলাকা থেকে আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি উপজেলা সরুখেল গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরান আহমেদ (৩১), জেলা ছাত্রলীগ নেতা কোতোয়ালি থানার বাগবাড়ি গ্রামের মৃত জুয়েল আহমদের ছেলে মো. সোহাগ (২৮), জেলার ছাত্রলীগ কমিটির সদস্য এসএমপির শাহপরান থানাধীন ধনকান্দি ৪নং ওয়ার্ডের সুশীল বিশ্বাসের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), ছাত্রলীগ কর্মী নগরীর হাউজিং এস্টেট এলাকার ৩নং লেন-এ বাসার আব্দুল লতিফের ছেলে জুয়েল আহমদ(২৬), ২৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটার ও দক্ষিণ সুরমার লাউয়াই পর্বতপুর এলাকার মৌলা মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (৫০), খাদিমনগর ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এবং এয়ারপোর্টের লাখাউড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে বাদশা মিয়া (৫০)।
এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর এলাকায় অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৬ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মহানগর এলাকায় মোট আটক হয়েছেন ৬১ জন। তবে এখন পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার হয়নি এবং কোন অস্ত্রধারীও গ্রেফতার হয়নি।