সিলেটে র্যাবের হাতে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৫:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট র্যাবের পৃথক অভিযানে এক ইউপি চেয়ারম্যান, দুই মাদক কারবারিসহ ৩জনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের আটক করে র্যাব।বুধবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর গোবিন্দপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রাসেল মিয়া (২৬) ও সিলেটের গোয়াইনঘাট থানার পাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে আসলাম উদ্দিন (৩৮)। তাদেরকে মাদক আইনে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন আহম্মদ (৫৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। তিনি নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দোয়ারাবাজার থানার কালাপশি গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।