৮ বছর পর পর্দা উঠলো চ্যাম্পিয়নস ট্রফির
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২:০৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির। ১৯৯৬ -এর পর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এরপর কেটে গেছে ২৯ বছর। আয়োজিত হয়েছে ৫৬টি আসর। আইসিসির কোনো ইভেন্টই আয়োজন করতে পারেনি দেশটি।
ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তার জের ধরে টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করতে এবার দেরি হয়ে যায় অনেকটা। অনেক অপেক্ষার পর গত ২৪ ডিসেম্বর সূচি প্রকাশ করা হয়। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গী ভারত, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
টুর্নামেন্টটি বাংলাদেশের জন্যও স্মরণীয়। ২০১৭ সালে প্রথম ও শেষবারের মতো আইসিসির প্রথম সারির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ৭ উইকেটে ২৬৪ রান করেও ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ, সেটিও ৫৯ বল বাকি থাকতে।
গতকাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান। করাচি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।