আব্দুর রশিদের মৃত্যুতে কামরুল জায়গীরদারের শোক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪:০৭ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, আব্দুর রশিদ ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী সৈনিক। একজন দক্ষ সংগঠক হিসেবে বালাগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম আব্দুর রশিদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।