মাটি কাটার ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪২:১৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও ট্রাকে পরিবহনের ছবি তোলায় সাংবাদিক রুয়েল কামালকে আটক করে মারধর, মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে মাটিখেকো চক্র। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক রুয়েল কামাল দৈনিক আমার সংবাদ ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার সফরপুর গ্রামের সওজ মেইন সড়ক সংলগ্ন স্থানে। হামলায় মাসুম আহমদ নামে আরেক সাংবাদিক আহত হয়েছেন। রাতেই আহত সাংবাদিক হামলাকারি সায়রুল ইসলামকে প্রধান ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ট্রাকে পরিবহনের কারণে গ্রামীণ রাস্তাঘাটের ক্ষতিসাধন ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে দুই সহযোগি সাংবাদিক নিয়ে ঘটনাস্থলে যান বাংলা টিভির বড়লেখা উপজেলা প্রতিনিধি রুয়েল কামাল। কৃষি জমির মাটি কাটার ও ট্রাকে পরিবহনের ছবি মোবাইল ফোন ক্যামেরায় ধারণ করার সময় সায়রুল ইসলামের নেতৃত্বে ট্রাক চালক ও কয়েকজন শ্রমিক দেশিয় অস্ত্র নিয়ে রুয়েল কামাল ও তার সহযোগি সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে রুয়েল কামাল রক্তাক্ত জখম ও সহযোগি সাংবাদিক মাসুম আহমদ কিল ঘুষিতে আহত হন। অবৈধ মাটিখেকো চক্র সন্ত্রাসী হামলা চালিয়ে সাংবাদিক রুয়েল কামালের একটি স্মার্ট মোবাইল ফোন সেট ও পকেটে থাকা ২৫ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন সেট ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।