কমলগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৬:০৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ইব্রাহিম মিয়ার মালিকানাধীন এসকে ব্রিকস-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো মাঈদুল ইসলামের উদ্যোগে উপজেলার পালিতকোনা গ্রামে অবস্থিত এসকে ব্র্রিকস নামের ওই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটার কিলনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা নিভিয়ে দেওয়ার পর আংশিক কিলন ভেঙ্গে ফেলা হয় ও এস্কেভেটর দিয়ে কাচা ইট ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম ও কমলগঞ্জ থানা পুলিশ।