শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৭:২৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান ভাষার মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।
উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারী কলেজের আয়োজনে এবং শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠক সংঘের সহযোগিতায় আয়োজিত বই মেলায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ রফি আহমদ চৌধুরী, সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক মো: কাওছার ইকবাল, শিক্ষক ইকরামুল কবীর, লেখক কয়েস সামী ও আবৃত্তি শিক্ষক বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।
উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হবে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারাও পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।