কুলাউড়ায় অসহায় পরিবারের পাশে জামায়াত
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৩:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহ পুন:নির্মাণের জন্য এক অসহায় পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে পৌরসভার দক্ষিণ লস্করপুর এলাকার অসহায় সোহেল মিয়ার হাতে এ অনুদান প্রদান করেন জামায়াত মনোনীত মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন ও উপজেলা শিবির সভাপতি তারেক হাসান প্রমুখ।