ফসলরক্ষা বাঁধের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে: সুনামগঞ্জ ডিসি
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরে ফসলরক্ষা বাঁধের মেয়াদ শেষ হয়ে আসছে। এখনও বাঁধে স্লোভ, ড্রেসিং ও ঘাস লাগানো বাকি আছে। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ফসলডুবির দায় জেলা প্রশাসন নেবে না।বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ হাওররক্ষা বাঁধের মনিটরিং কমিটির সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধের কাজে তদারকি বাড়াতে হবে। এজন্য মনিটরিং কমিটির সদস্যদের সম্পৃক্ত করে পরিদর্শন করে প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আগাম বন্যা মোকাবেলায় বালুভর্তি বস্তা, বাঁশ ও শ্রমিক ঠিক করে রাখতে হবে। স্থায়ী বাঁধ প্রসংগে বলেন, এ বাঁধ নিয়ে আমিও চিন্তিত। এসব বাঁধের অনিয়মের কারণেও ফসলডুবির ঘটনা ঘটতে পারে। কেবিনেটে চিঠি লিখেছি। পাউবোকে নির্দেশ দেয়া হয়েছে ।
জানা গেছে, হাওরের ফসলরক্ষা করতে ১২৬ কোটি টাকা ব্যয়ে ৬৫৪ টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মান করা হচ্ছে। সভায় উপস্থিত কমিটির সদস্যরা বলেন, হাওরের বাঁধের গোড়া শক্ত হচ্ছে না। ড্রেসিং কম হচ্ছে। বালু দিয়েও বাঁধের কাজ কিছুটা হচ্ছে। ফসলডুবি ঠেকাতে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন বাঁধের কাজে যে পার্সেন্টিজ দেখান, বাস্তবে কাজের সাথে মিলেনা। এছাড়া স্থায়ী বাঁধ প্রসংগে তারা বলেন, ব্লকের কাজ ঠিকমত হচ্ছেনা। এভাবে কাজ করতে থাকলে ফসলহারা হবে কৃষক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মামুন হাওলাদার, এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানহ মনিটরিং কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।