সুনামগঞ্জে জেলা টাস্কফোর্স কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২০:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বিএম মুশফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেরেনুর আলী, ব্যবসায়ী জিয়াউল হক, ক্যাব এর সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, মৎস্য সমবায় সমিতির সভাপতি সহিবুর রহমান, মৎস্য সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল হেকিম প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।