এবি ব্যাংক’র গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৩:১৪ অপরাহ্ন
সিলেটে এবি ব্যাংক পিএলসির উদ্যোগে গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট নগরীর দরগাহ গেইট শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এডমিনিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভীসহ স্থানীয় শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের ৪ দশকের অধিক সময়ের পথ চলায় গ্রাহকদের সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশসহ বর্তমান প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে প্রযুক্তিগত পরিবর্তন সাধনের মাধ্যমে সেবা দানের চলমান ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া ভবিষ্যত অগ্রযাত্রায় ব্যাংকের সহযাত্রী হিসাবে সম্মানিত গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে এবি ব্যাংকের গ্রাহক সেবার মান এর ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ অংশে ব্যাংকের গৌরবময় ঐতিহ্যবাহী ইতিহাসের অংশীদার হিসাবে উপস্থিত গ্রাহকদের প্রত্যেককে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি