কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৩:৫৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আবুল কালাম (২০) নামের এক তরুণকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত কালাম টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার আব্দুল জলিলের পুত্র।
থানাসূত্রে জানা গেছে, বুধবার কালামের বিরুদ্ধে থানায় ধর্ষণের শিকার এক তরুণী মামলা করেন। মামলার পরই রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম আমু সঙ্গীয় ফোর্সসহ টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেবিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।