মক্তব শিশুদের নৈতিক শিক্ষার প্রথম পাঠশালা : কয়েছ লোদী
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৮:০৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, মক্তব শিক্ষা হচ্ছে শিশুদের ঈমান বৃদ্ধির দুর্গ, ধর্মীয় মূল্যবোধের পাঠশালা, ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর। মক্তব মুসলমানদের আদি ও মৌলিক শিক্ষাক্রম। একজন মুসলমান হিসেবে যতটুকু জ্ঞানার্জন জরুরি, তার সিংহ ভাগ মক্তব থেকেই অর্জন করা সম্ভব। সকালের মক্তবে যারা পড়েছে, তাদের সহজে কেউ ঈমা হারা করতে পারে না।
বৃহস্পতিবার বিকালে নগরীর সাদারপাড়া এলাকায় মাদরাসাতুল আরাফাহ হাফিজিয়া মাদরাসায় হিফজ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম চৌধুরী সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জমির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সুহেল আহমদ, হাফিজ মাওলানা কয়েছ আহমদ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, হাফিজ মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি সরোয়ার আহমদ ফয়জি, সাংবাদিক তুহিনুল হক তুহিন, হোসেন আহমদ চৌধুরী রনি, তুহেল আহমদ। বিজ্ঞপ্তি