১৪ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩১:০০ অপরাহ্ন
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাহে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সিলেট মহানগর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর আমজাদ আলী রোড থেকে বের হয়ে মিছিলটি মহাজনপট্টি, বন্দরবাজার ও লালদীঘির পার ঘুরে কালীঘাট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
বিএনপি নেতা জিয়াউর রহমান দীপনের পরিচালনায় সেখানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান, কয়েস বক্স, কামাল আহমদ, শাহাদাত হোসেন, হুমায়ুন বক্স মিতু, শাখাওয়াত হোসেন শিপলু, ইকবাল আহমদ মাসুম প্রমুখ। বিজ্ঞপ্তি